ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৭ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
দিনাজপুরে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক

দিনাজপুর: দিনাজপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মোজাফ্ফর হোসেন নামে এক বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফ’র  অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে আটোর সীমান্তের ৩১৩ মেইন পিলারের ৩ এস সাব পিলার এলাকায় এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে নিহত হওয়ার ঘটনায় বিজিবি লিখিত প্রতিবাদ জানালে বিএসএফ  দুঃখ প্রকাশ করে।

 

২৯ বিজিবির অধিনায়ক (সিও) লে. কর্নেল মো. খন্দকার সাইফুল আলম বাংলানিউজকে জানান, বিএসএফ আমাদের কাছে দুঃখ প্রকাশ করেছেন। এ পতাকা বৈঠকে তাদের পক্ষে নেতৃত্বে ছিলেন ৪৮ বিএসএফের ভারপ্রাপ্ত অধিনায়ক (সিও) উমেশ্বর রায়। নিহতের মরদেহ দিনাজপুর কোতোয়ালী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

এর আগে, সকালে দিনাজপুর সদর উপজেলার আটোর সীমান্তের ৩১৩ মেইন পিলারের ৩ এস সাব পিলার এলাকায় বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়।  

এ ঘটনায় বিজিবি দুই বাহিনীর অধিনায়ক পর্যায়ে একটি পতাকা বৈঠকের আহ্বান করে।

বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।