ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

স্মার্টকার্ড নাগরিকদের ডিজিটাল ডকুমেন্ট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৩ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
স্মার্টকার্ড নাগরিকদের ডিজিটাল ডকুমেন্ট বক্তব্য রাখছেন নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম/ছবি: বাংলানিউজ

গাজীপুর: স্মার্ট জাতীয় পরিচয়পত্র দেশের নাগরিকদের পরিচয়বাহী আধুনিক পরিশিলিত একটি ডিজিটাল ডকুমেন্ট। বর্তমান বিশ্বে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে এটি প্রস্তুত করা। এই পরিচয়পত্র একটি বহনযোগ্য দলিল। 

মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে গাজীপুরে বঙ্গতাজ অডিটোরিয়ামে গাজীপুর সিটি করপোরেশন এলাকায় স্মার্টকার্ড বিতরণ ও কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম একথা বলেন।  

নির্বাচন কমিশনার বলেন, স্মার্ট জাতীয় পরিচয়পত্র নাগরিকদের পরিচয় নিশ্চিত করার পাশাপাশি রাষ্ট্রীয় ও সামাজিক সেবা-সুবিধা-সুশাসন প্রতিষ্ঠায় মুখ্য ভূমিকা পালন করবে।

এই পরিচয়পত্রে দেশাত্মবোধক বিভিন্ন উপাদান বিশেষ বিবেচনায় রেখে বাংলাদেশের জাতীয় প্রতীক ব্যবহার করা হয়েছে, যা পরিচয়ধারীকে বাংলাদেশি চেতনায় উদ্বুদ্ধ করবে।

তিনি বলেন, সিটি করপোশেনগুলোতে এ কার্ড সরবরাহের পরে জেলা পর্যায়ে সরবরাহের পদক্ষেপ গৃহীত হচ্ছে। আগামী ১ ডিসেম্বর ৩৭টি জেলায় একযোগে এই পরিচয়পত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন হবে।

কবিতা খানম আরও বলেন, বিদেশি কোম্পানি হাত সরিয়ে নিলেও আমরা কিন্তু ব্যর্থ হইনি। এই হাত সরিয়ে নেওয়ার পরে আমরা আমাদের সক্ষমতা দেখাতে সক্ষম হয়েছি। যার উদাহরণ পদ্মাসেতু এবং দ্রুততার সঙ্গে এই স্মার্টকার্ড বিতরণের অগ্রগতি।  

অনুষ্ঠানে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিষয়ক বিশেষ উপস্থাপনা করেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রি. জে. মোহাম্মদ সাইদুল ইমলাম।  

এসময় ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রকিব উদ্দিন মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ, গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কেএম রাহাতুল ইসলাম, গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান আখতারউজ্জামান, গাজীপুর জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর ও অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল শেখ।  

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭     
আরএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।