ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

জয়পুরহাটে ব্যাংকে চুরির ঘটনায় আটক ২

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৩ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
জয়পুরহাটে ব্যাংকে চুরির ঘটনায় আটক ২ জয়পুরহাট শহরের জনতা ব্যাংক-ছবি-বাংলানিউজ

জয়পুরহাট: জয়পুরহাট শহরের বাটার মোড় এলাকায় জনতা ব্যাংকে টাকা চুরির ঘটনায় ব্যাংকের এক কর্মকর্তা ও কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে তাদের আটক করা হয়।  

আটকেরা হলেন-ব্যাংকের ক্যাশিয়ার মো. রাইহান আলী ও কর্মচারী আমানত হোসেন।

 

এ বিষয়ে বিকেলে জনতা ব্যাংক জয়পুরহাট শাখার ব্যবস্থাপক শাহ্ আলম জানান, সকাল ১১টার দিকে ক্যাশ কাউন্টারে দায়িত্বে থাকা ক্যাশিয়ার রাইহান আলীর সামনে থেকে এ টাকা চুরি হয়। পরে তিনি বুঝতে পেরে আমাকে বিষয়টি জানান।

জনতা ব্যাংকের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ১০টা ৫৩ মিনিটে একজন ব্যক্তি পাঞ্জাবি ও মাথায় টুপি পরে ব্যাংকে প্রবেশ করেন। এ সময় ক্যাশ কাউন্টারে থাকা রাইহান মাথা নিচু করে কাজ করার সময় ওই ব্যক্তি একটি ব্যাগ তুলে নিয়ে চলে যান।

ব্যাংক ব্যবস্থাপক আরও জানান, সোনালী ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য কর্মচারী আমানত টাকাগুলো সর্টিং করে ক্যাশ কাউন্টারে জমা দেন। এরপর যে যার মতো কাজ করার সময় এ চুরির ঘটনা ঘটে।

এ বিষয়ে জনতা ব্যাংকের বগুড়া অঞ্চলের ডিজিএম, এএফএম মিজানুর রহমান জানান, প্রকৃত ঘটনা উদঘাটনে খুব শীঘ্রই তদন্ত কমিটি গঠন করা হবে।   

চুরির খবর পেয়ে দুপুরে জয়পুরহাটের পুলিশ সুপার রশীদুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন।  

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।