ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ভেজাল বিরোধী অভিযানে ৮ প্রতিষ্ঠানকে জরিমানা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৩ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
ভেজাল বিরোধী অভিযানে ৮ প্রতিষ্ঠানকে জরিমানা

ঢাকা: রাজধানীতে আটটি প্রতিষ্ঠানকে ২ লাখ ৭৩ হাজার টাকা জরিমানা করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-৫) ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।

অভিযান পরিচালনা করেন এপিবিএন-৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সাইদুর রহমান রুবেল ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহ্‌ফুজুল আলম মাসুম ও খালিদ আহম্মেদ।

এপিবিএন-৫ এর অপারেশন্স অফিসার জানান, সোমবার (২৭ নভেম্বর) মোহাম্মদপুরে অবৈধ প্রক্রিয়ায় পণ্য প্রক্রিয়াকরণ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য বিক্রি করায় স্বাদ তেহেরী ঘরের ব্যবস্থাপক মো. আ. সামাদকে ১ লাখ টাকা, একই অপরাধে ‘ভূতের বাড়ি’ রেস্টুরেন্টের ব্যবস্থাপক  মো. তোবাকে ৫০ হাজার টাকা এবং অবৈধভাবে ফুটপাতে মালামাল রেখে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় কিয়স্কো ডেভেলপারস লিমিটিডের ব্যবস্থাপক মো. আশরাফ আলী সরকারকে ৩৫ হাজার টাকা জরিমানা, কমিপ হেনসিভ হোল্ডিংস অ্যান্ড ডেভলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপক মো. মনোয়ার হোসেনকে ৩৫ হাজার টাকা জরিমানা ও মো. শাহীন আলম নামে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা করে সর্বমোট ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহ্‌ফুজুল আলম মাসুম।

সাইদুর রহমান রুবেল আরও জানান, মঙ্গলবার (২৮ নভেম্বর) রাজধানীর নিকুঞ্জ-২ এ অবৈধভাবে ফুটপাতে মালামাল রেখে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় দি সিভিল ইঞ্চি লিমিটেডের ব্যবস্থাপক মো. সাইফুল ইসলামকে ৩০ হাজার টাকা একই অপরাধে মো. আবু হাসান নামে এক ব্যক্তিকে ৩ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য পণ্য তৈরি করে বিক্রি করায় টি টি রেস্টুরেন্টের ব্যবস্থাপক মো. জিয়াউল হককে ১০ হাজার টাকা করে সর্বমোট ৪৩ হাজার টাকা জরিমানা করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খালিদ আহম্মেদ।

রাজধানীতে বিভিন্ন এলাকায় এপিবিএন-৫ এর ভেজাল বিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও জানান সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সাইদুর রহমান রুবেল জানান।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।