ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

করিমগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
করিমগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ অবৈধ স্থাপনা উচ্ছেদ। ছবি: বাংলানিউজ

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার সাকুয়া বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেন কিশোরগঞ্জ কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মো. সাঈদ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মো. সাঈদ বাংলানিউজকে বলেন, উপজেলার সাকুয়া বাজারে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছে।

এ নিয়ে অভিযোগ থাকায় জেলা প্রশাসনের সিদ্ধান্তে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে বেদখল হয়ে যাওয়া সরকারি খাস জায়গা থেকে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।