ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

কাউখালীতে জাটকা ধরায় এক জেলেকে জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
কাউখালীতে জাটকা ধরায় এক জেলেকে জরিমানা

পি‌রোজপুর: পিরোজপুরের কাউখালীর সন্ধ্যা নদীতে জাটকা ধরার দায়ে পারভেজ শেখ (২০) নামে এক জেলেকে তিন হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকেলে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান এ অর্থদণ্ড দেন। পারভেজ পিরোজপুর সদর উপজেলার কুমিরমাড়া গ্রামের লুৎফর শেখের ছেলে।

কাউখালী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জাকির হোসেন বাংলানিউজকে জানান, দুপুরে মৎস্য বিভাগ ও নৌ-পুলিশ উপজেলার সন্ধ্যা নদীর বাদামতলা এলাকায় অভিযান চালায়। এসময় এক লাখ টাকা মূল্যের অবৈধ জাল ও প্রায় ৫ হাজার জাটকাসহ পারভেজকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া জব্দ করা জাল কাউখালী লঞ্চ ঘাট সংলগ্ল মাঠে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।