ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

পাহাড় কেটে ভবন নির্মাণের দায়ে যুবকের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
পাহাড় কেটে ভবন নির্মাণের দায়ে যুবকের কারাদণ্ড

কক্সবাজার: কক্সবাজারে পাহাড় কেটে বহুতল ভবন নির্মাণের দায়ে ওসমান গণি (৩৫) নামে এক যুবককে দুই বছরের কারাদণ্ড নিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

ওসমান গণি কক্সবাজার সদর উপজেলার ঘোনা এলাকার মৃত আবুল কালামের ছেলে।

মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজির উদ্দীনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ কারাদণ্ড দেন।

নাজিম উদ্দীন বাংলানিউজকে জানান, পাহাড় কেটে বহুতল ভবন নির্মাণের দায়ে ওসমান গণি নামে একব্যক্তিকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এর আগেও একই অপরাধে তাকে দু’বার জেল দেওয়া হয়েছিলো। তারপরও ফের ভবন নির্মাণ কাজ শুরু করেন তিনি।  

এছাড়া নির্মাণ কাজে বাধা দেওয়ায় সরকারি কর্মকর্তাদের হুমকিও দিয়ে আসছিলো ওসমান গণি। মঙ্গলবার তাকে গ্রেফতার করে দু’বছরের জেল দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
টিটি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।