ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে ২ মাদক বিক্রেতার কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
ফেনীতে ২ মাদক বিক্রেতার কারাদণ্ড দুই মাদক বিক্রেতাকে ছয়মাসের বিনাশ্রম কারাদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

ফেনী: ফেনীতে দুই মাদক বিক্রেতাকে ছয়মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার (২৮ নভেম্বর) দিনব্যাপী এ অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।

দণ্ডপ্রাপ্তরা হলেন- ইয়াসিন রিপন (২৪) ও রসুল আমিন (৩২)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা বলেন, ফেনীর আপ্যায়ন আফরোজ টাওয়ারের পাশে নির্মাণাধীন একটি ভবনে মাদকের রমরমা ব্যবসা চলছে, এমন সংবাদের ভিত্তিতে ওই ভবনে অভিযান চালানো হয়। এসময় ৪৫ পিস ইয়াবাসহ ইয়াসিনকে আটক করা হয়। পরে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।  

এর আগে, বালিগাঁও ইউনিয়নের উত্তর হকদি গ্রামের লোমী পাটোয়ারীর বাড়িতে অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবাসহ রসুলকে আটক করা হয়। পরে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়‍া হয়।

এছাড়াও পশ্চিম রামপুর, মহিপাল লুব্দারপাড়ায় অভিযান চালানো হয়। এ অভিযানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক মো. ইকবালুর রহমান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
এসএইচডি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।