ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

মুক্তাগাছায় ফকির সাহাবউদ্দিন ফুটবল টুর্নামেন্ট শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
মুক্তাগাছায় ফকির সাহাবউদ্দিন ফুটবল টুর্নামেন্ট শুরু মুক্তাগাছায় ফকির সাহাবউদ্দিন ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠান/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহের মুক্তাগাছায় ফকির সাহাবউদ্দিন ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।

মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকেলে উপজেলার পদুরবাড়ি এলাকায় এ টুর্নামেন্টের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা, কেন্দ্রীয় কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, ফকির শাহাবউদ্দিনের মেয়ে তাহমিনা জাকারিয়া, সাবেক ভাইস চেয়ারম্যান, দেবাশীষ ঘোষ বাপ্পী, জেলা আওয়ামী লীগ নেতা আহাম্মদ আলী আকন্দ, শওকত জাহান মুকুল, হুমায়ুন কবির হিমেল, অ্যাডভোকেট আইনুল হক, ফজলুল হক উজ্জ্বল প্রমুখ।

উদ্বোধনী ম্যাচে ২নম্বর বড়গ্রাম ইউনিয়ন ১-০ গোলে পরাজিত করে ৬নম্বর মাইনকুন ইউনিয়নকে। উপজেলার ১০টি ইউনিয়ন এ টুর্নামেন্টে অংশ নিয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭ 
এমএএএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।