ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

রসিক নির্বাচনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন সিইসি 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
রসিক নির্বাচনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন সিইসি 

ঢাকা: আসন্ন রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। আগামী ৭ ডিসেম্বর বিকেল ৩টায় অনুষ্ঠেয় এ সভার স্থান নির্ধারণের জন্য রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে ইতোমধ্যে নির্দেশও দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্দেশনায় আরো বলা হয়েছে- ৭ ডিসেম্বর বেলা ১১টায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর প্রধান এবং স্থানীয় প্রশাসন ও পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠকে বসবেন সিইসি।
 
সিইসি নূরুল হুদা ৬ ডিসেম্বর বিকেলে রংপুর যাবেন।

ফিরবেন ৮ ডিসেম্বর। এ সময়ের মধ্যে তিনি মতবিনিময় ছাড়াও নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণ করবেন।
 
এদিকে ২৮ ডিসেম্বর অনুষ্ঠেয় স্থানীয় সরকারের ১৩৩টি নির্বাচনের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার করণীয় ঠিক করতে সিইসি বিভিন্ন বাহিনীর প্রধানদের নিয়ে বৈঠক করবেন আগামী ১০ ডিসেম্বর। নির্বাচন কমিশনের অডিটরিয়ামে এ বৈঠকটি সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।
 
১৩৩ টি নির্বাচনের মধ্যে ৪টি পৌরসভায় সাধারণ, ৩টি পৌরসভায় উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া ৩৪ ইউপিতে সাধারণ ও ৯১ ইউপিতে উপ-নির্বাচন, একটি উপজেলায় সাধারণ নির্বাচন হবে।
 
বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
ইইউডি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।