ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

উল্লাপাড়ায় হেরোইনসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
উল্লাপাড়ায় হেরোইনসহ আটক ২

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৬০ পুরিয়া হেরোইনসহ ২ মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৯ নভেম্বর) রাতে উপজেলার আরএস রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের লাহিড়ীপাড়া গ্রামের শাহান আলীর ছেলে স্বপন আলী (২৬) ও একই এলাকার মৃত নুরে আলমের ছেলে স্বপন আলী প্রাং (২৩)।

উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) সবুজ রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্বপন আলী ও সোহেলকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছে থেকে ৬০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।  

এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ২৩৩০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।