ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

হাতীবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
হাতীবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে মশিবুল হক (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের দক্ষিণ বাড়াইপাড়া কালীবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত মশিবুল হক ওই এলাকার আনসার আলীর ছেলে।

টংভাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতিয়ার রহমান আতি বাংলানিউজকে জানান, অন্যের বাড়িতে ধান মাড়াই শেষে মেশিন নিয়ে বাড়ি ফিরছিলেন মশিবুল। এ সময় নিজ বাড়ির পাশে রাস্তার উপর থাকা বৈদ্যুতিক লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে।  

স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হাতীবান্ধা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মশিবুলকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ০১১১ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।