ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

নিজে আহত হয়ে ছিনতাইয়ের নাটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৬ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
নিজে আহত হয়ে ছিনতাইয়ের নাটক

ঢাকা: রূপচাঁদা সয়াবিন তেলের ডিস্ট্রিবিউটর ‘রুট টু মার্কেট ইন্টারন্যাশনাল’ কোম্পানিতে অপারেশন অফিসার হিসেবে কর্মরত হুমায়ূন কবির (২৮)। প্রতিদিনের মতো গত ২৬ নভেম্বর (রোববার) সকালে দিয়াবাড়ি এলাকার নিজের অফিস থেকে ১২ লাখ ৮০ হাজার টাকা নিয়ে ব্যাংকে জমা দেওয়ার উদ্দেশে বের হন তিনি।
 

পথে উত্তরা ১২ নং সেক্টরের ট্রাস্ট ফ্যামিলি নিডস প্রতিষ্ঠান থেকে কোম্পানির আরো দেড়লাখ টাকা নিয়ে মোটরসাইকেলযোগে উত্তরা ১৩ নং সেক্টরের একটি বেসরকারি ব্যাংকের শাখায় যাচ্ছিলেন। বেলা ১১টার দিকে ১৩ নং সেক্টরের ১৩ নম্বর রোডে পৌঁছলে তার মোটরসাইকেলের গতিরোধ করে অজ্ঞাত ৩-৪ জন ছিনতাইকারী।

তারা হুমায়ূনের পিঠে ক্ষুর দিয়ে জখম করে টাকার ব্যাগ লুট করে নিয়ে যায়।
 
ঘটনার পর ভিকটিম হুমায়ূন ঘটনাকে ছিনতাই বলে চালিয়ে দিতে চাইলেও পুলিশের তদন্তে বেরিয়ে আসে প্রকৃত ঘটনা। তদন্তে জানা যায়, ভিকটিম হুমায়ূনই পূর্ব পরিকল্পিতভাবে অর্থ আত্মসাতের জন্য ছিনতাইয়ের নাটক সাজিয়ে নিজে আহত হন।
 
বুধবার (২৯ নভেম্বর) উত্তরা পশ্চিম থানা পুলিশ কথিত ভিকটিম হুমায়ূনসহ পাঁচজনকে গ্রেফতার করে। পরে তাদের কাছ থেকে ছিনতাইয়ের ছয় লাখ ৬৮ হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত অন্যরা হলেন- তরিকুল ইসলাম (৩৪), আল-আমিন (২৫), রাজন মিয়া (২৮) ও খোরশেদ আলম (২৫)।
 
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন খান বাংলানিউজকে জানান, গত ২৬ নভেম্বর ছিনতাই হয়েছে মর্মে একটি মামলা (নং- ৫৫) দায়ের করা হয়। পরে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সন্দেহ হলে কথিত ভিকটিম হুমায়ূনকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে সে জানায়, অন্য আরো পাঁচজনের যোগসাজশে অর্থ আত্মসাতের উদ্দেশে ছিনতাইয়ের নাটক সাজায় হুমায়ূন। তিন মাস আগে থেকেই তারা এমন পরিকল্পনা করে বলেও সে স্বীকার করেছে।
 
পলাতক আরেক আসামি মাসুমকে গ্রেফতারসহ ছিনতাইয়ের বাকি টাকা উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।
 
বাংলাদেশ সময়: ০৪৩৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
পিএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।