ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বদলগাছীতে গাঁজাসহ ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪২ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
বদলগাছীতে গাঁজাসহ ব্যবসায়ী আটক

নওগাঁ: নওগাঁর বদলগাছী উপজেলায় গাঁজাসহ শামীম হোসেন (২২) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (৩০ নভেম্বর) দিনগত রাতে তাকে আটক করা হয়। আটক শামীম হোসেন উপজেলার বইকন্দপুর উওরপাড়া গ্রামের আতারুল রহমানের ছেলে।

 

জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রফিক বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার কোলা টু ভান্ডারপুর সড়কের কোলার পালসা নামকস্থানে পাকা সড়কের উপর থেকে শামীমকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে এককেজি গাঁজা উদ্ধার করা হয়।

তার বিরুদ্ধে বদলগাছী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৪৪২ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।