ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৪ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
রাজধানীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

ঢাকা: রাজধানীর পূর্ব রামপুরার জামতলা এলাকার ১৩৮/৬/বি নম্বর বাড়ির নিচতলা থেকে নুপুর আখতার (২০) নামে এক গৃহবধূর  মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার(৩০ নভেম্বর)দিবাগত গভীর রাতে মরদেহটি উদ্ধার করা হয়।  

নুপুর আখতারের স্বামীর নাম জানা যায়নি।

তার বাবার নাম মৃত সিরাজ মিয়া। তাদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর হাসান-হোসেন গ্রামে।  

রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) দীলিপ কুমার বাংলানিউজকে বলেন, এলাকাবাসীর দেওয়া খবরে পূর্ব রামপুরার জামতলার ওই বাড়ির দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থার তার মরদেহ উদ্ধার করা হয়। তবে এটা আত্মহত্যা। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।  

এলাকাবাসীর বরাত দিয়ে এসআই জানান, ওই বাড়িতে প্রায় মাসখানেক আগে স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নেন নুপুর দম্পতি। কি কারণে এ ঘটনা ঘটেছে কেউ বলতে পারেনি।  

এসআই দীলিপ কুমার বাংলানিউজকে বলেন, ওই নারীর স্বামী একটি প্রাইভেট ফার্মে চাকরি করে শুনেছি। তবে তার নাম জানা যায়নি।  

বাংলাদেশ সময়: ০৯০৭ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
এজেডএস/বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।