ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোলে এবার বিআরটিসির বাসেই মিললো ফেনসিডিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৪ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
বেনাপোলে এবার বিআরটিসির বাসেই মিললো ফেনসিডিল

বেনাপোল (যশোর): সরকারিভাবে পরিচালিত ঢাকাগামী বিআরটিসি যাত্রীবাহী পরিবহন থেকেই এবার ১২০ বোতল ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। 

এসময় মাদক বহনে সম্পৃক্ত থাকার অভিযোগে চালকের সহকারী হৃদয়কে (২০) আটক করা হয়।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের আমড়াখালী বিজিবি চেকপোস্ট এলাকা থেকে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাকে মাদকদ্রব্যসহ আটক করে।

আটক হৃদয় কুমিল্লার চৌদ্দগ্রামের নূর হোসেনের ছেলে।

বিজিবি সূত্র জানায়, তাদের নিয়মিত পরিবহন তল্লাশির অংশ হিসেবে বেনাপোল থেকে ঢাকাগামী ওই পরিবহনে (ঢাকা মেট্রো-ব- ১১-৬৭৭০) তল্লাশি চালানো হয়। এসময় টুলবক্সের মধ্য থেকে ১২০ বোতল ফেনসিডিল পাওয়া যায়।

আমড়াখালী বিজিবি চেকপোস্টের নায়েক সুবেদার মিজানুর রহমান বাংলানিউজকে জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দের প্রক্রিয়া চলছে।  

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
এজেডএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।