ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০১ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩ দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশাটি ঘটনাস্থলে। ছবি: আরিফ জাহান

বগুড়া: বগুড়ার শেরপুরে মাটিবোঝাই ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ২জন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কের শুভগাছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর গ্রামের মিজানুর রহমানের স্ত্রী মিতু বেগম (২৮), তার শিশুকন্যা মিম (২) ও পাশের বড়াইদহ গ্রামের গেন্দা মিয়ার ছেলে আব্দুস সোবহান (৪০)।

আহতরা হলেন- সীমা বেগম (৩০) ও তার মেয়ে রুবি (১০)। এরা নিহত আব্দুস সোবহানের স্ত্রী ও মেয়ে। শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন তারা।

শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা রতন হোসেন বাংলানিউজকে নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, শেরপুর উপজেলা থেকে মাটিবোঝাই করে একটি ট্রাক (বগুড়া-ট-১১-০৪১২) ধুনট উপজেলার দিকে যাচ্ছিলো। পথিমধ্যে ট্রাকটি ওই স্থানে পৌঁছালে শেরপুর উপজেলাগামী যাত্রীবোঝাই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মা-মেয়েসহ তিনজন নিহত হন। বাকিরা আহত হন।

দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশাটি ঘটনাস্থলে রয়েছে বলেও জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা রতন হোসেন।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
এমবিএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।