ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান প্রার্থীর কর্মীদের উপর হামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪২ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৭
নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান প্রার্থীর কর্মীদের উপর হামলা আহত কর্মীদের দেখতে হাসাপাতালে নেতাকর্মীদের ভিড়

নোয়াখালী: নোয়াখালী সদর উপজেলার নোয়াখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী নুর নবী বাবুলের নির্বাচনী প্রচারণায় হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।

হামলায় নুর নবী বাবুলের ৭ জন কর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

সোমবার (১১ ডিসেম্বর) রাতে উপজেলার নোয়াখালী ইউনিয়নের ছনখোলা নামক স্থানে এ ঘটনা ঘটে। এসময় প্রতিপক্ষের লোকজন বিএনপি প্রার্থীর দুই প্রচারণার গাড়িতে ভাঙচুর করে।

আহতরা হলেন- সদর উপজলো যুবদল নেতা মো. গোলাম হোসনে সারোয়ার, নোয়াখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আজগর হোসনে, ইউনয়িন যুবদলের সাংগঠনকি সম্পাদক নুরুল ইসলাম বাবলু সহ ৭ জন।  

চেয়ারম্যান প্রার্থী নুর নবী বাবুল বাংলানিউজকে বলেন, আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠেয় নোয়াখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আমার প্রচার-প্রচারণা চলছিল। কিন্তু প্রতিপক্ষ আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান নাছেরের কর্মী খালেদ মোশারফ সঞ্জয়, হৃদয় খান, মো. নাঈম, রাসেল ও রাজুসহ ১০-১২ জন দেশি অস্ত্র-সস্ত্র নিয়ে মাইক্রোবাসযোগে এসে ইউনিয়নের ছনখোলা নামক স্থানে ধানের শীষের প্রচারণায় অতির্কিত হামলা চালায়। এতে আমার ৭ জন কর্মী আহত হয়।  দু’টি প্রচারণার গাড়িতে ব্যাপক ভাঙচুর করে।  

পরে খবর পেয়ে আমরা আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেছি। হামলা পর রাতে আমার কর্মী-সমর্থকরা তাৎক্ষণিক ইউনিয়নের মান্নান নগর চৌরাস্তায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, এ বিষয়ে এখনো আমরা কোনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে নির্বাচন উপলক্ষে ওইসব এলাকায় রাতে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ০৬২৭ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।