ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মাধবপুরে ট্রাক-পিকআপভ্যান সংঘর্ষে নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৩ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৭
মাধবপুরে ট্রাক-পিকআপভ্যান সংঘর্ষে নিহত ২

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পিকআপচালক।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলা মহাসড়কের রতনপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফরিদপুর সদর উপজেলার মনসিখার গ্রামের বাবুল বেপারীর ছেলে আবু বকর (২৬) ও  শরিয়তপুর জেলার গজারিয়া থানার পাচুরকান্দি গ্রামের সোনা মিয়ার ছেলে বিল্লাল মিয়া (২২)।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন খন্দকার বাংলানিউজকে বলেন, সকালে ঢাকা থেকে সিলেটগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই পিকআপ চালক এবং হেলপারের মৃত্যু হয়।

শায়েস্তাগঞ্জ ফায়ার স্টেশনের সাব অফিসার আব্দুস সালাম বাংলানিউজকে বলেন, খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করে হাইওয়ে থানায় দিয়ে এসেছি এবং গুরুতর আহত অপর একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১০২ ঘণ্টা, ১২ ডিসেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।