ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

শিমুলিয়ায় ৭ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২২ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৭
শিমুলিয়ায় ৭ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু ফেরি চলাচল শুরু (ফাইল ফটো)

মুন্সীগঞ্জ: ঘন কুয়াশার কারণে সাত ঘণ্টা বন্ধ থাকার পর মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। আটকে পড়া ৬টি ফেরি হুইসেল বাজিয়ে মাঝ পদ্মা থেকে চলাচল শুরু করেছে।

এদিকে, ফেরি চলাচলে বিঘ্ন ঘটায় ঘাট এলাকায় ৪ শতাধিক গাড়ির দীর্ঘ লাইন সৃষ্টি হয়েছে।

সোমবার (১১ ডিসেম্বর) দিবাগত রাত ২টা থেকে কুয়াশার কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচলে বিঘ্ন ঘটে।

পরে সকাল ৯টা থেকে ফেরি চলাচল শুরু হওয়ায় যাত্রী ও যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে।

বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাট  ব্যবস্থাপক (বাণিজ্য) মো. আব্দুল আলিম বাংলানিউজকে জানান, ৭ ঘণ্টা বন্ধ থাকার পর বর্তমানে ১৬টি ফেরি নৌরুটে চলাচল শুরু করেছে। এর আগে ঘন কুয়াশায় মার্কিং বাতি অস্পষ্ট হয়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এসময় মাঝ নদীতে ৬টি ফেরি নোঙর করে রাখা হয়।

ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় ৪ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। এর মধ্যে পণ্যবাহী ট্রাক, প্রাইভেটকার ও বাসের সংখ্যাই বেশি।

বাংলাদেশ সময়: ১১১৬ ঘণ্টা, ১২ ডিসেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।