ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধা রাজুবালা আর নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৭
সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধা রাজুবালা আর নেই

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের মুক্তিযোদ্ধা (বীরাঙ্গনা) রাজুবালা দাস (৭০) আর নেই। সোমবার (১১ ডিসেম্বর) গভীর রাতে সদর উপজেলার চাঁদপুর গ্রামে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনিসহ আত্মীয়-স্বজন রেখে গেছেন।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে তার মেয়ে অর্চনা দাস এ তথ্য নিশ্চিত করে জানান, সকাল ১০টায় রাষ্ট্রীয় সম্মানের পর তার শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে।

প্রয়াত রাজুবালা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালীন নিজ বাড়িতে পাক-বাহিনীর আক্রমণের শিকার হন।

সে সময় তাঁর স্বামীকে বেঁধে রেখে ও শিশু সন্তানকে আছড়ে ফেলে তাকে ধর্ষণ করে পাক আর্মিরা। ২০১৫ সালে সরকার নারী মুক্তিযোদ্ধাদের স্বীকৃতিদান প্রক্রিয়া শুরু করলে প্রথম দফাতেই তিনি তালিকাভূক্ত হন এবং মুক্তিযোদ্ধার স্বীকৃতি লাভ করেন।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, ১২ ডিসেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।