ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

হাতিয়ায় পুত্রবধূকে হত্যার অভিযোগে শ্বশুর-শাশুড়ি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০১ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৭
হাতিয়ায় পুত্রবধূকে হত্যার অভিযোগে শ্বশুর-শাশুড়ি আটক

নোয়াখালী: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় শারমিন আক্তার (২০) নামে এক গৃহবধূকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় তার শ্বশুর-শাশুড়িকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলার বুড়িরচর ইউনিয়নের রেহানিয়া গ্রাম থেকে গৃহবধূর মরদেহটি উদ্ধার করা হয়। শারমিন হাতিয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের আবুল কাশেমের মেয়ে।

স্থানীয়রা জানায়, ছয় মাস আগে রেহানিয়া গ্রামের রফিক ব্যাপারীর ছেলে মোশারফ হোসেনের (২৮) সঙ্গে বিয়ে হয় শারমিনের। সোমবার রাত ৮টার দিকে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। কিছুক্ষণ পর ঘর থেকে বের হয়ে যায় মোশারফ। পরে বাড়ির লোকজন শারমিনের কোনো সাড়া-শব্দ না পেয়ে ঘরের ভেতরে গিয়ে শারমিনের মরদেহ দেখতে পায়। এ ঘটনার পর থেকে মোশারফ পলাতক রয়েছেন।

শারমিনের বাবা আবুল কাশেম অভিযোগ করে বাংলানিউজকে জানান, বিয়ের পর থেকে বিভিন্ন সময় মোশারফ শারমিনকে মারধর করতেন। রাতে তাদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে মোশারফ শারমিনকে গলাটিপে হত্যা করে পালিয়ে যান।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান শিকদার বাংলানিউজকে জানান, খবর পেয়ে গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভিকটিমকে তার স্বামী গলাটিপে হত্যা করেছেন।

ঘটনার পর থেকে মোশারফ পলাতক রয়েছেন। এতে জড়িত সন্দেহে গৃহবধূর শ্বশুর-শাশুড়িকে আটক করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।