ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে প্রবৃদ্ধি অর্জন বিষয়ে অবহিতকরণ কর্মশালা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৪ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৭
খাগড়াছড়িতে প্রবৃদ্ধি অর্জন বিষয়ে অবহিতকরণ কর্মশালা অবহিতকরণ কর্মশালায় অতিথিরা।

খাগড়াছড়ি: স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেপ) প্রকল্পের আওতায় খাগড়াছড়িতে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলাম।


 
পায়কট বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক এটিএম কাউছার হোসেন, জিয়া আহম্মদ সুমন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান চঞ্চু মণি চাকমা, পায়কট বাংলাদেশের মনিটরিং ও এভুলেশন কর্মকর্তা একেএম মনজুরুল হক প্রমুখ।
 
কর্মশালায় দক্ষতা উন্নয়নের মাধ্যমে প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা পূরণের জন্য সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ-সুবিধা সম্পর্কে অবহিত করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।