ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মওলানা ভাসানীর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৭
মওলানা ভাসানীর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা ভাসানীর ১৩৭তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

ঢাকা বিশ্ববিদ্যালয়: মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ১৩৭তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছে শহীদ আসাদ পরিষদ।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শিখা চিরন্তনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পরিষদের নেতাকর্মীরা।

পরিষদের সাধারণ সম্পাদক শামসুজ্জামান মিলনের নেতৃত্বে পরিষদের সদস্যরা এতে অংশ নেন।

এরপর শিখা চিরন্তন চত্বরে মওলানা ভাসানীর স্মরণে কবিতা পাঠ করা হয়। সন্ধ্যায় ১৩৭টি মোমবাতি প্রজ্বলনের কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন আসাদ পরিষদের সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৭
এসকেবি/বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।