ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৭
হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

হবিগঞ্জ: হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর এলাকায় মাইক্রোবাস চাপায় রুহেল মিয়া (২১) নামে এক অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো চারজন।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে মিরপুর নতুন বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা বাংলানিউজকে জানান, রাতে নতুন বাজার এলাকায় একটি মাইক্রোবাস চিচিরকোট থেকে মিরপুরগামী একটি অটোরিকশাকে চাপা দেয়।

এতে অটোরিকশা চালক ও যাত্রী রুহেলসহ পাঁচজন আহত হন। এ অবস্থায় তাদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক রুহেলকে মৃত ঘোষণা করেন।

পরে আহতদের মধ্যে সাবেক সেনা সদস্য বাহুবলের পূর্ব জয়পুর গ্রামের সামছু মিয়া (৫০) ও চুনারুঘাট উপজেলার বল্লবপুর গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে মহিবুর রহমান দরবেশকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহত স্বপনকে হবিগঞ্জ সদর হাসপাতাল এবং অটোরিকশা চালক মামুনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ০৭৫২ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।