ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজধানীতে পৃথক ঘটনায় দুইজন নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৭
রাজধানীতে পৃথক ঘটনায় দুইজন নিহত

ঢাকা: রাজধানীর ধানমন্ডি ও সূত্রাপুর এলাকায় পৃথক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- রিকশাচালক আবুল কালাম (৫৫) ও নির্মাণশ্রমিক আনোয়ার হোসেন (২৫)।

শুকবার (২৯ ডিসেম্বর) সকাল ৭টার দিকে দুর্ঘটনা দু'টি ঘটে।

ধানমন্ডির মধুবাজার এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক আবুল কালাম গুরুতর আহত হন।

এসময় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সকাল ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

নিহত ব্যক্তির নিকটতম আত্মীয় জয়নাল বাংলানিউজকে জানান, রায়েরবাজার সাদেক খান রোড এলাকায় থাকেন আবুল কালাম। সকালে রিকশা নিয়ে বের হলে এ দুর্ঘটনা ঘটে।

অপরদিকে রাজধানীর সূত্রাপুর এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে আনোয়ার হোসেন নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।

তার সহকর্মী মো. বাদশা বাংলানিউজকে জানান, সূত্রাপুর এলাকার বড় মসজিদ সংলগ্ন একটি নির্মাণাধীন ১০তলা ভবনের ৬ তলায় পানি ছিটানোর সময় নিচে পড়ে যায় আনোয়ার। এ সময় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ি ইনর্চাজ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়ে পৃথক দুর্ঘটনায় দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৭
এজেডএস/জিপি  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।