ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সচল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৭
সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সচল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

হবিগঞ্জ: সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সচল হয়েছে।

শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে ট্রেন চলাচল সচল হয় বলে বাংলানিউজকে জানান শায়েস্তাগঞ্জ জংশনের স্টেশন মাস্টার এবিএম সাইফুল ইসলাম।

তিনি বলেন, লাইনচ্যুত হওয়া মালবাহী ট্রেনের বগিটি ট্রেন থেকে বিচ্ছিন্ন করে লাইনের পাশে রেখে ট্রেনটি নিয়ে যাওয়া হয়।

ফলে সারাদেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে সকাল পৌনে ১১টার দিকে মালবাহী ট্রেনের একটি বগি শায়েস্তাগঞ্জ ক্রসিংয়ে লাইনচ্যুত হয়। এসময় শায়েস্তাগঞ্জ জংশনে পারাবত ও শ্রীমঙ্গল স্টেশনে জয়ন্তিকা ট্রেন আটকা পড়ে। ফলে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।