ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কক্সবাজারে ফাঁকা গুলি ছুড়ে যুবক অপহরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৬ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৭
কক্সবাজারে ফাঁকা গুলি ছুড়ে যুবক অপহরণ

কক্সবাজার: কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও ইউনিয়নে ফাঁকা গুলি ছুড়ে আমান উল্লাহ (৩৮) নামে এক যুবককে অপহরণ করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২৯ ডিসেম্বর) সকাল ৮টার দিকে ইউনিয়নের কালির ছড়া ভুতিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অপহৃত আমান উল্লাহ পার্শ্ববর্তী মাছুয়াখালী এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, আমান উল্লাহ সকালে কর্মস্থলে যাওয়ার সময় ৫/৬ জনের অপহরণকারী দল ফাঁকা গুলি ছুড়ে তাকে জঙ্গলের ভেতর নিয়ে যায়। পরে অপহরণ চক্রের সদস্যরা স্থানীয় মাছুয়াখালী বিট কর্মকর্তা জাহাঙ্গীর আলমকে মোবাইল ফোনে জানান, আমান উল্লাহকে তারা অপহরণ করে নিয়ে গেছে।

ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিনহাজ মাহমুদ ভুঁইয়া জানান, খবর পেয়ে পুলিশের কয়েকটি দল পাহাড়ে অভিযানে নেমেছে।

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৭
টিটি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।