ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কচুয়ায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে মানববন্ধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৭
কচুয়ায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে মানববন্ধন নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে মানববন্ধন। ছবি: বাংলানিউজ

চাঁদপুর: নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে চাঁদপুরের কচুয়ায় মানববন্ধন করেছে ব্যবসায়ী, গ্রাহক ও ভুক্তভোগী এলাকাবাসী।

শুক্রবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কচুয়া বিশ্বরোড এলাকায় বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটি এ মানববন্ধনের আয়োজন করে।

পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন স্থানের শত শত নারী-পুরুষ ও ভুক্তভোগী গ্রাহকরা এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- কচুয়া বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি জাকির হোসেন (বাটা), সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, ব্যবসায়ী হারুনুর রশিদ, আব্দুল মান্নান প্রমুখ।

কচুয়া পৌর এলাকাসহ উপজেলার সর্বত্র কয়েক মাস ধরে গ্যাস ভোগান্তিতে রয়েছে এলাকাবাসী।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।