ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শাহবাগে বাসের ধাক্কায় নিহত ১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৭
শাহবাগে বাসের ধাক্কায় নিহত ১

ঢাকা: রাজধানীর শাহবাগ থানাধীন বাংলামোটর পান্থকুঞ্জ পার্ক সংলগ্ন রাস্তায় দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় (৪০) এক ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) রহিদুল ইসলাম জানান, পান্থকুঞ্জ পার্ক সংলগ্ন রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে ফার্মগেটগামী একটি যাত্রাবাহী বাস ধাক্কা দেয়।

তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ৮টার দিকে মৃত ঘোষণা করেন।

এসআই জানান, ঘটনার পর ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. ফিরোজ জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৭
এজেডএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।