ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বড়াইগ্রামে ফেনসিডিলসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৭
বড়াইগ্রামে ফেনসিডিলসহ আটক ২

নাটোর: নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ৯৪০ বোতল ফেনসিডিলসহ ট্রাক চালক ও হেলপারকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১) সদস্যরা।

শুক্রবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার রয়না তেলপাম্প এলাকার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে একটি ট্রাক তল্লাশি করে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- যশোর জেলার বেনাপোল থানার ভবারবের গ্রামের জয়নাল আলীর ছেলে ট্রাক চালক বাবু মিয়া (৩০) ও আজিজ মণ্ডলের ছেলে হেলাপার শাহ আলম (২৭)।

র‌্যাব-১ এর সিনিয়র এএসপি নাজমুল হাসান রাজীব বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ একটি দল বড়াইগ্রামের রয়না পাম্পে অবস্থান নেয়। এসময় বেনাপোল থেকে ঢাকাগামী একটি ট্রাক থামিয়ে তল্লাশি করে ৯৪০ বোতল ফেনসিডিলসহ চালক ও হেলপারকে আটক করা হয়।

এ ঘটনায় বড়াইগ্রাম থানায় মাদক আইনে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।