ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

জেএমবি’র দক্ষিণ অঞ্চল প্রধান বগুড়ায় আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
জেএমবি’র দক্ষিণ অঞ্চল প্রধান বগুড়ায় আটক

বগুড়া: বগুড়ায় যৌথ অভিযান চালিয়ে জেএমবি’র শুরা সদস্য দক্ষিণ অঞ্চল প্রধান ও ভারতের মোস্ট ওয়ান্টেড আবু সাঈদ ওরফে কারিম ওরফে তালহা ওরফে শ্যামলকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও পুলিশ হেড কোয়ার্টারের গোয়েন্দা পুলিশ।

শুক্রবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে জেলার নন্দীগ্রাম উপজেলার ওমর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
 
এসময় তার হেফাজতে থাকা একটি নাইনএমএম পিস্তল, ম্যাগাজিন, আটটি গুলি, একটি চাকু ও একটি রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল জব্দ করা হয়।


 
শনিবার (৩০ ডিসেম্বর) সকাল সোয়া ৮টায় জেলার মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী বাংলানিউজকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
 
বাংলাদেশ সময়: ০৮৪৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
এমবিএইচ/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।