ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১, আহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১, আহত ২

গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দেওপাড়া এলাকার একটি  ওয়ার্কশপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত ও দুইজন আহত হয়েছেন।

শুক্রবার (২৯ ডিসেম্বর) দিনগত রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন ওয়ার্কশপের মেকানিক মাসুদ রানা (৪০)।

তার বাড়ি শরীয়তপুর জেলায়। তবে আহতদের পরিচয় জানা যায়নি।  

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুর সাত্তার মোল্লা জানান, কালীগঞ্জের দেওপাড়া এলাকার ওই ওয়ার্কশপে একটি গাড়ি থেকে গ্যাস সিলিন্ডার নামিয়ে অন্য স্থানে রাখা হয়। এসময় সিলিন্ডারটি বিস্ফোরণ ঘটলে ওয়ার্কশপে থাকা মেকানিক মাসুদ রানা ঘটনাস্থলেই মারা যান, আহত হন অন্য দুইজন।  

আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।  

বিস্ফোরণের ঘটনায় ওয়ার্কশপের জানালার কাচ ভেঙেছে।  

বাংলাদেশ সময়: ০৯৪৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
আরএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।