ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শ্রীবরদীতে নারী মাদক বিক্রেতার কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
শ্রীবরদীতে নারী মাদক বিক্রেতার কারাদণ্ড

শেরপুর: শেরপুরের শ্রীবরদী উপজেলায় সুমাইয়া আক্তার ছনি (৩০) নামে এক নারী মাদক বিক্রেতাকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৩০ ডিসেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খালেদা নাছরিন এ দণ্ডাদেশ দেন।

সুমাইয়া আক্তার ছনি উপজেলা পৌরশহরের খামারিয়াপাড়া গ্রামের মাদক ব্যবসায়ী দেলুয়ার হোসেনের স্ত্রী।

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মাসুদুর রহমান বাংলানিউজকে জানান, সকালে পৌরশহরের খামারিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ছনি ও তার স্বামী দেলোয়ার হোসেনকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। এসময় ছনির দেহ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা এবং দেলুয়ারের কাছ থেকে দুই গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।  

পরে ছনিকে ভ্রাম্যমাণ আদালতে নেওয়া হলে বিচারক তাকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন। অপরদিকে দেলুয়ার হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।