ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে অস্ত্রসহ যুবক আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৭
রাজশাহীতে অস্ত্রসহ যুবক আটক গোয়েন্দা পুলিশের হাতে আটক মিশাল। ছবি: বাংলানিউজ

রাজশাহী: রাজশাহী মহানগরীতে দুই রাউন্ড গুলি ও একটি পিস্তলসহ মিশাল হোসেন (২৫) নামে এক যুবককে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা।

মিশাল নগরীর টিকাপাড়া এলাকার মৃত সেলিম হোসেনের ছেলে।

রোববার (৩১ ডিসেম্বর) দুপুরে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের সিনিয়র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম।

তিনি জানান, শনিবার (৩০ ডিসেম্বর) দিনগত রাতে নগরীর টিকাপাড়া এলাকায় গোয়েন্দা পুলিশের একটি দল দুই মোটরসাইকেল আরোহীকে সিগন্যাল দিলে তারা পালিয়ে যান। পরে ধাওয়া করে দুই রাউন্ড গুলি ও একটি পিস্তলসহ মিশালকে আটক করা হয়।  

পরে তাকে জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে বোয়ালিয়া থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ে করে থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান ইফতে খায়ের আলম।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৭
এসএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।