ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাভার চামড়া শিল্প নগরীতে বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩১ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৮
সাভার চামড়া শিল্প নগরীতে বিক্ষোভ বিক্ষোভ করেছে সংগঠনের নেতাকর্মীরা। ছবি: বাংলানিউজ

সাভার (ঢাকা): সাভার চামড়া শিল্প নগরীতে ‘লেদার কেমিক্যাল ঠেলাগাড়ি লেবার বহুমুখী সমবায় সমিতির’ নবনির্মিত কার্যালয় বিসিক কর্তৃপক্ষ ভেঙে দেওয়ার অভিযোগে বিক্ষোভ করেছে সংগঠনটির নেতাকর্মীরা।

মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুরে সংগঠনের নেতাকর্মীরা সাভার চামড়া শিল্প নগরীর ভেতরে অবস্থান নিয়ে এ বিক্ষোভ করে।

এ সময় সংগঠনটির নেতাকর্মীরা অভিযোগ করেন, সমবায় অধিদফতর থেকে ২০০৯ সালে সমিতির নিবন্ধন দেওয়া হয়।

পরে তারা হাজারীবাগের ট্যানারি মোড় এলাকায় একটি কার্যালয় নিয়ে তাদের কার্যক্রম চালিয়ে আসছিল। সম্প্রতি তারা সাভার চামড়া শিল্প নগরীর ভেতরে একটি খালি জায়গায় তাদের সমিতির একটি কার্যালয় নির্মাণ করে। পরে বিসিক কর্তৃপক্ষ তা ভেঙে দেয়। কার্যালয়টি পুনঃনির্মাণ করে দেওয়ার দাবিতে এ বিক্ষোভ করেছেন তারা।

অবিলম্বে বিসিক কর্তৃপক্ষ বিষয়টি আমলে না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন সংগঠনটির নেতারা।  

এদিকে, যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সাভার চামড়া শিল্প নগরীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।