ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে টেকসই উন্নয়ন বিষয়ক কর্মশালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৮
গোপালগঞ্জে টেকসই উন্নয়ন বিষয়ক কর্মশালা গোপালগঞ্জে টেকসই উন্নয়ন বিষয়ক কর্মশালা

গোপালগঞ্জ: গোপালগঞ্জে টেকসই উন্নয়ন অভিষ্ট (এসডিজি) অর্জনে স্থানীয়করণ, ব্যক্তি খাতে বিনিয়োগ পরিকল্পনা এবং উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ জানুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মোখলেসুর রহমান সরকার।

অতিরিক্ত জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শান্তিমনি চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো. আব্দুল জলিল, অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু তারেকসহ সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইউনিট’র সহযোগিতায় ঢাকা বিভাগীয় কমিশনারের তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মশালা স্থানীয় টেকসই উন্নয়ন বিষয়ে কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৫৯  ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।