ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরের উপকূলে শীতের তীব্রতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৭ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৮
লক্ষ্মীপুরের উপকূলে শীতের তীব্রতা খড়কুটা ও লাকড়ির আগুনে শীতের কাঁপনি রোধে চেষ্টা

লক্ষ্মীপুর: দেশের ইতিহাসে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় সোমবার (৮ জানুয়ারি) পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় ১৯৫৩ সালে তাপমাত্রা নেমেছিলো ৪ দশমিক ৫ ডিগ্রিতে।

শৈত্য প্রবাহে হাড় কাঁপানো শীত এখন সারা দেশে। কনকনে শীতে স্থবির হয়ে পেড়ছে জনজীবন।

লক্ষ্মীপুরের উপকূলেও শীতের প্রচন্ড দাপট।

এমন শীত থেকে রেহাই পেতে আগুনের উত্তাপ চায় অনেকেই। খড়কুটা ও লাকড়ির আগুনে শীতের কাঁপনি রোধে চেষ্টা উপকূলের বাসিন্দারা।

সোমবার সারাদিন লক্ষ্মীপুরে ছিলো হিমেল বাতাস। বয়ে যাওয়া শীতল বাতাসে হাড় কেঁপেছে। সন্ধ্যার সঙ্গে সঙ্গে শীতের তীব্রতাও বাড়ছে। শীত বাড়তে থাকায় রাত না হতে ঘরে ফিরে বেশির ভাগ মানুষ। হাট-বাজারে উপস্থিতি কমে যায়। রাত বাড়ার সঙ্গে রাস্তায় যানবাহনের সংখ্যাও কমতে থাকে।

রাত ৯টার দিকে মেঘনা উপকূলীয় কমলনগর উপজেলা সদর হাজিরহাট মধ্য বাজারে প্রধান সড়কের ওপর খড়কুটা ও কাগজে আগুন দিয়ে অনকেই শীত থেকে কিছুটা রেহাই পেতে চেষ্টা করতে দেখা যায়।

এদিকে, মেঘনা নদী ভাঙা অসহায় দরিদ্র পরিবারগুলোর পর্যাপ্ত গরম কাপড় না থাকায় তারা দুর্ভোগে রয়েছে। শীতে নিম্ন আয়ের মানুষের উপার্জনের ওপর প্রভাব পড়েছে।

বাংলাদেশ সময়: ০৮৫৭ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।