ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

জাতীয়

প্রতিবন্ধী স্বজন হারা শিশুর পাশে ঢামেক পরিচালক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৫ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৮
প্রতিবন্ধী স্বজন হারা শিশুর পাশে ঢামেক পরিচালক অজ্ঞাত শিশু

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের টিকিট কাউন্টারের সামনে একা একা বসে থাকা শিশুটি এখনো খুঁজে পায়নি তার স্বজনদের।

ঢামেক পরিচালকের নির্দেশে শিশুটিকে একটি ওয়ার্ডে রাখা হয়েছে। সেখানেই তার সেবাযত্ন করা হচ্ছে তারই নির্দেশে।

পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন বাংলানিউজ জানান, শিশুটি কোনো অসুখে ভুগছে না, কিন্তু মনে হয় প্রতিবন্ধী। তবুও তাকে একটি ওয়ার্ডে রেখে তার সেবাযত্ন করা হচ্ছে।

তিনি আরো জানান, এখন পর্যন্ত শিশুটির স্বজনদের খুঁজে পাওয়া যায়নি। আপাতত শিশুটি ওয়ার্ডেই থাকবে। পরে সমাজ কল্যাণ অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করে শিশুটিকে মা ও শিশু নিবাস কেন্দ্রে পাঠানো হবে।

ঢামেক পুলিশ ক্যাম্পের উপ পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, সোমবার (৮ জানুয়ারি) রাতে শিশুটি কান্না করছিল। এসময় মোবাইলে গেমস খেলতে তাকে শান্ত করার চেষ্টা করা হয়।

** ঢামেকে প্রতিবন্ধী শিশু খুঁজে বেড়াচ্ছে স্বজনদের

বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, জানুযারি ০৯, ২০১৮
এজেডএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।