ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৬ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৮
রাজশাহীতে কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু 

রাজশাহী: রাজশাহী মহানগরীর ডাশমারী পূর্বপাড়া এলাকায় রিতু খাতুন (২০) নামে এক কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। 

শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে নিজ বাড়ি থেকে ওই কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ।  

রিতু ওই এলাকার মৃত নেকবর হোসেনের মেয়ে ও কমেলা হক ডিগ্রি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী।

মহানগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বাংলানিউজকে জানান, রিতুর মৃত্যুর ঘটনাটি রহস্যজনক। মরদেহের শরীর থেকে মদের গন্ধ পাওয়া গেছে। রিতুর পরিবারের সদস্যরা বলছে, রিতু নেশাগ্রস্ত ছিলেন। অতিরিক্ত মদ পানে রিতুর মৃত্যু হতে পারে। তবে মদের গন্ধ ছাড়া অন্য কোনো আলামত পাওয়া যায়নি।  

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে কিছু বলা যাচ্ছে না।   

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করা হবে বলেও জানান ওসি মেহেদী হাসান।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৮
এসএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।