ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

কুলিয়ারচরে গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৮
কুলিয়ারচরে গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক কিশোরগঞ্জে জব্দ গাঁজা-গাড়ি ও আটক চালক

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় ৬০ কেজি গাঁজাসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা। এসময় প্রাইভেটকারের চালক মো. ওমর ফারুককেও (৩৩) আটক করা হয়।

শুক্রবার (১৯ জানুয়ারি) বিকেলে র‌্যাব-১৪, সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও উপ পরিচালক মেজর শেখ নাজমুল আরেফিন পরাগ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে দুপুরে উপজেলার ছয়সূতি বাসস্ট্যান্ড এলাকা থেকে গাঁজাসহ প্রাইভেটকারটি জব্দ করা হয়।

আটক চালক মো. ওমর ফারুক ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চম্পকনগর এলাকার ইসমাইল ভূঁইয়ার ছেলে।

নাজমুল আরেফিন পরাগ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে আশুগঞ্জ গোল চত্বরে চেকপোস্ট বসিয়ে অভিযান চালায় র‌্যাব। এসময় থামার সংকেত দিলে একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ১১-৫৪৮৩) পালিয়ে যায়। পরে ধাওয়া করে ভৈরব উপজেলার ছয়সূতি বাসস্ট্যান্ড থেকে প্রাইভেটকারটি আটক করে তল্লাশি চালানো হয়। এসময় প্রাইভেটকারের ভেতর থেকে ৬০ কেজি গাঁজা জব্দ করা হয়। পরে চালক ওমর ফারুককে আটক করা হয়।

প্রাইভেটকারের চালকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কুলিয়ারচর থানায় মামলা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, ১৯ জানুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।