ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৮
ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মাহি (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ছয়টার দিকে শহরের টি.এ রোড এলাকায় এ ঘটনা ঘটে। মৃত মাহি শহরের মৌড়াইল এলাকার আবদুল আলিমের ছেলে। তিনি নির্মাণ শ্রমিক ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন জানান, সন্ধ্যায়  কয়েকজন শ্রমিক টি.এ রোডে একটি ভবনের প্রাচীর ভাঙার কাজ করছিলেন। এসময় একটি বৈদ্যুতিক তার মাহির গায়ের ওপর পড়লে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মাহিকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, ১৯ জানুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।