ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মাধবপুরে পাচারকালে মুরগির বাচ্চা জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৮
মাধবপুরে পাচারকালে মুরগির বাচ্চা জব্দ জব্দকৃত মুরগির বাচ্চা

হবিগঞ্জ: মাধবপুর উপজেলার তুলসীপুর মদিনা মার্কেট এলাকা থেকে ৪ হাজার ৮০০টি ব্রয়লার মুরগির বাচ্চা জব্দ করা হয়েছে।

শুক্রবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল আছাদুজ জামান বাংলানিউজকে এ খবর নিশ্চিত করেন।

তিনি জানান, বিকেলে ভারতে পাচারকালে উপজেলার তুলসীপুর মদিনা মার্কেট এলাকা থেকে ৪ হাজার ৮০০টি ব্রয়লার মুরগির বাচ্চা জব্দ করা হয়।

বিজিবি মনতলা সীমান্ত ফাঁড়ির হাবিলদার মো. রফিকুল ইসলামের নেতৃত্বে এ মুরগির বাচ্চা জব্দ করা যায়। যার মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা। তবে এসময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

বাংলাদেশ সময়: ০৯৩৭ ঘণ্টা, ১৯ জানুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।