ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

দোয়ারাবাজারে ৩ ইউপি সদস্যসহ ২০ জুয়াড়ি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৮
দোয়ারাবাজারে ৩ ইউপি সদস্যসহ ২০ জুয়াড়ি আটক ছবি: প্রতীকী

সুনামগঞ্জ: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বোগলা বাজারে জোয়ার আসর থেকে ইউনিয়ন পরিষদের (ইউপি) তিন সদস্যসহ ২০ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।

শনিবার (০৩ ফেব্রুয়ারি) দুপুরে বাংলানিউজকে আটকের বিষয়টি নিশ্চিত করে পুলিশ। এরআগে ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- বোগালা বাজার ইউপি সদস্য মনিরুল ইসলাম (৫০), আকবর আলী (৫২) ও তোতা মিয়া (৪২)। এছাড়া দেলোয়ার হোসেন (২৮), আব্দুল হাসেম (৩০), ফজলুল করিম (৫১), তামিল খাঁন (৪৩), উজ্বল খান (৪০), ফজর আলী (৬০), খোরশেদ আলম (২৩), ইসমাইল (৪০), আব্দুস শহীদ (৩৫), রিপন মিয়া (৩৮), বিল্লাল মিয়া (৩০), আমির হোসেন (৫২), আবুল হোসেন (৩২), শহীদ মিয়া (৩৭), মো. সাহেল মিয়া (৪০), হেলাল উদ্দিন (৩০) ও আকবর আলী (৪০)।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশীল রঞ্জন দাস বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জুয়ার আসরে অভিযান চালানো হয়। অভিযানে তিন ইউপি সদস্যসহ ২০ জনকে হাতেনাতে আটক এবং তাদের জিনিসপত্র জব্দ করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।