ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সাংবাদিক শেখ রকিব উদ্দিন আর নেই

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৮
সাংবাদিক শেখ রকিব উদ্দিন আর নেই

ঢাকা: জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও ইউএনবির সাবেক সাংবাদিক শেখ রকিব উদ্দিন আর নেই (ইন্নালিল্লাহি…রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৫ বছর।

শনিবার (৩ ফেব্রুয়ারি) ভোরে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে (বারডেম হাসপাতাল) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

জাতীয় প্রেসক্লাব সূত্র জানায়, জাতীয় প্রেসক্লাব ও এলিফ্যান্ট রোড কোয়ার্টার মসজিদে শেখ রকিবের জানাজা অনুষ্ঠিত হবে।

 পরে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন।

শেখ রকিব উদ্দিন সর্বশেষ ডেইলি ইন্ডিপেনডেন্টে কর্মরত ছিলেন। অধুনালুপ্ত দৈনিক আজাদের চিফ রিপোর্টারের দায়িত্ব পালন ছাড়াও বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তিনি।

জাতীয় প্রেসক্লাব সভাপতি মুহম্মদ শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন এক বিবৃতিতে শেখ রকিব উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তারা মরহুমের শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনাও জানান।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।