ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বামনায় ৮ পরীক্ষার্থী বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৮
বামনায় ৮ পরীক্ষার্থী বহিষ্কার

বরগুনা: বরগুনার বামনায় এসএসসি ও দাখিল পরীক্ষার দ্বিতীয় দিনে অসদুপায় অবলম্বনের দায়ে আট পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (০৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন বাচ্চু তাদের বহিষ্কার করেন।

তারা হলেন- বামনা সারওয়ারজান মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে একই প্রতিষ্ঠানের চার ভোকেশনালের পরীক্ষার্থী, বামনা সদর আর রশিদ ফাজিল মাদ্রাসা কেন্দ্রে বুকাবুনিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার এক পরীক্ষার্থী, দভিংগা মহিসুন্নাহ আলিম মাদ্রাসার এক পরীক্ষার্থী, ছোনবুনিয়া আররহমানিয়া আলিম মাদ্রাসার এক পরীক্ষার্থী ও উত্তর কাকচিড়া আলিম মাদ্রাসার এক পরীক্ষার্থী।

ইউএনও জাকির হোসেন বাচ্চু বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।