ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় ধর্মীয় সহিষ্ণুতা বিষয়ক কর্মশালা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৮
খুলনায় ধর্মীয় সহিষ্ণুতা বিষয়ক কর্মশালা কর্মশালায় বক্তব্যে রাখেন খুলনা জেলা প্রশাসক মো. আমিন উল আহসান/ ছবি: বাংলানিউজ

খুলনা: খুলনায় গণমাধ্যম কর্মীদের ধর্মীয় সহিষ্ণুতা বিষয়ক তিন দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে।

শনিবার (০৩ ফেব্রুয়ারি) সকালে নগরীর নিরালা এলাকায় বেসরকারি উন্নয়ন সংস্থা সেইন্ট বাংলাদেশের সম্মেলন কক্ষে ‘ধর্মীয় স্বাধীনতা: প্রেক্ষাপট বাংলাদেশ’ বিষয়ক এ কর্মশালা শুরু হয়। বেসরকারি সংস্থা নিউজ নেটওয়ার্ক এর উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় সহযোগিতা করে ঢাকার কানাডিয়ান দূতাবাস।

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে খুলনা জেলা প্রশাসক মো. আমিন উল আহসান বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র। ধর্মীয় সহিষ্ণুতা রক্ষা ও সচেতনতা বাড়াতে গণমাধ্যম কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

তিনি আরও বলেন, বর্তমান প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগ মাধ্যম খুবই কার্যকর ভূমিকা রাখছে। তবে নীতিমালা না মেনে অনেকেই অনলাইন পোর্টাল চালু করে দায়িত্বহীনভাবে বিভিন্ন ধরণের নেতিবাচক তথ্য প্রচার করছে। ফলে সমাজে অনেক ক্ষেত্রে বিশৃংখলা দেখা দিচ্ছে।

কর্মশালায় সভাপতিত্ব করেন নিউজ নেটওয়ার্কের সম্পাদক মো. শহিদুজ্জামান। নিউজ নেটওয়ার্কের খুলনা বিভাগীয় সমন্বয়কারী সাংবাদিক অধ্যাপক শেখ দিদারুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি মো. ফারুক আহমেদ।

কর্মশালায় প্রশিক্ষণ দেন সাবেক গণপরিষদ সদস্য ও সংবিধানের অন্যতম প্রণেতা অ্যাডভোকেট মো. এনায়েত আলী ও খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের প্রভাষক মামুন অর রশিদ।

কর্মশালায় বক্তারা বলেন, সাংবাদিকদের নীতি নৈতিকতার মধ্য থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। বর্তমান প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগ মাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কিন্তু এর নেতিবাচক প্রভাবও রয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করা হচ্ছে। এজন্য বিশেষ সতর্কতা প্রয়োজন।  

প্রশিক্ষণ কর্মশালায় খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীসহ খুলনাঞ্চলের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ২৫ জন সংবাদকর্মী অংশ গ্রহণ করেন।  

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৮
এমআরএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।