ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

গৌরনদীতে কক্ষ পরিদর্শক ও পরীক্ষার্থী বহিষ্কার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৮
গৌরনদীতে কক্ষ পরিদর্শক ও পরীক্ষার্থী বহিষ্কার

বরিশাল: বরিশালের গৌরনদী উপজেলায় পরীক্ষাকেন্দ্রে নকল করার সুযোগ সৃষ্টি ও নকল করার অভিযোগে কক্ষ পরিদর্শক ও পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (৩ ফেব্রুয়ারি) দাখিল পরীক্ষার দ্বিতীয় দিনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, দ্বিতীয় দিনের দাখিল পরীক্ষা শুরু হওয়ার পর উপজেলার কাসেমাবাদ আলিয়া সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা কেন্দ্র পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহম্মেদ।


 
এসময় ১০৩ নম্বর কক্ষে প্রবেশ করতেই তহমীনা আক্তার নামে এক পরীক্ষার্থীকে কক্ষ পরিদর্শকের সামনে নকল করতে দেখতে পান তিনি।

এতে পরীক্ষার্থী হোসনাবাদ মোল্লা মজিবুর রহমান দাখিল মাদ্রাসার ছাত্রী তহমীনা আক্তারকে চলতি পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়। নকল করতে সুযোগ দেওয়ার অপরাধে কক্ষ পরিদর্শক মাগুরা-মাদারীপুর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো. গিয়াস উদ্দিনকে তিন বছরের জন্য বহিষ্কার করা হয়।  

পরীক্ষাকেন্দ্র সচিব মাওলানা আবু সাঈদ মোহাম্মদ কামেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৮
এমএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।