ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

দুর্নীতি মামলায় রায়পুরের পিআইও গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৮
দুর্নীতি মামলায় রায়পুরের পিআইও গ্রেফতার দুদক কর্মকর্তা পিআইও দেলোয়ার হোসেনকে গ্রেফতার করেন/ ছবি: বাংলানিউজ

লক্ষ্মীপুর: দুর্নীতি মামলায় লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. দেলোয়ার হোসেনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

শনিবার (০৩ ফেব্রুয়ারি) বিকেলে রায়পুর উপজেলা সড়কের নতুন বাজার এলাকার একটি ভাড়া বাসা থেকে পুলিশের সহযোগিতায় দুর্নীতি দমন কমিশন রাঙ্গামাটি পার্বত্য অঞ্চলের সহকারী পরিচালক সৈয়দ নজরুল ইসলাম তাকে গ্রেফতার করেন।

দুদক ও পুলিশ সূত্রে জানা যায়, ২০১১ ও ২০১২ সালে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. দেলোয়ার হোসেন রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলার দায়িত্বপালন করেন।

দায়িত্বকালে তার বিরুদ্ধে জেলেদের চাল ও রাস্তার কাজ না করে টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠে। এ ঘটনায় ২০১১ সালের ১৯ জুলাই ও ২০১২ সালের ২৭ মার্চ তার বিরুদ্ধে পৃথক দুইটি মামলা হয়।  

রাঙ্গামাটি জেলা সিনিয়র বিশেষ জজ আদালতে দায়ের করা এসব মামলায় তদন্ত শেষে তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুদক। ওই মামলায় রায়পুর থানা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতার করে দুদক।

রাঙ্গামাটি পার্বত্য অঞ্চলের সহকারী পরিচালক সৈয়দ নজরুল ইসলাম বাংলানিউজকে বলেন, পিআইও দেলোয়ার দুদকের পৃথক দু’টি মামলার পলাতক আসামি। তাকে গ্রেফতার করে রায়পুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।  

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুল হক মিয়া বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৮
এসআর/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।