ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বেগমগঞ্জে সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ ২, আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৮
বেগমগঞ্জে সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ ২, আটক ১

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় সন্ত্রাসী হামলায় ২ জন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোহন (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (০৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার ছয়ানী ইউনিয়নের ভবভদ্রী গ্রামে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন- ভবভদ্রী গ্রামের নুরুল ইসলামের ছেলে মো. মোহন (২৭) এবং রুদ্রপুর গ্রামের মোখলেছুর রহমানের ছেলে নাছির আলম (৩৪)।

তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, ২০ জানুয়ারি রুদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্থানীয় টিটা বাহিনীর লোকজন ৪ থেকে ৫টি মোটরসাইকেল নিয়ে বিদ্যালয় মাঠে প্রবেশ করতে আসে। এসময় অনুষ্ঠানের স্বেচ্ছাসেবক রুদ্রপুর গ্রামের দাউদের ছেলে ফাহাদ তাদের বাধা দেন। এতে তারা ক্ষিপ্ত হয়ে ফিরে যান। এর জের ধরে শনিবার বিকেলে ফাহাদের বাড়িতে অতর্কিত গুলি ও ককটেল ছোড়ে তাকে তুলে নেওয়ার চেষ্টা করে। এসময় দুইজন গুলিবিদ্ধ হন।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা বাংলানিউজকে জানান, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে এবং একজনকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।